কোতোয়ালী থেকে ৩ জন ছাত্রলীগে ও যুবলীগ কর্মী গ্রেফতার

ইমন হোসেন।

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে এক তরুণ ও দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন—একই থানার রেলওয়ে কোয়াটার্স এলাকার মো. মুরাদের ছেলে মো. ইমন (১৯), জেলার চন্দনাইশ থানার মোহাম্মদপুর এলাকার অরুন সেনের ছেলে টিংকু সেন (৩৭) এবং আনোয়ারা থানার বরুমছড়া ইউনিয়ন পরিষদের বদল মাঝির বাড়ির মৃত আজিজুল হকের ছেলে মো. তারেক (৩৭)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানিয়েছেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া পূর্বের মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক