আন্তর্জাতিক ডেস্ক,চট্রলার কণ্ঠ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে মার্কিন বাহিনীর সর্বশেষ বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।
সোমবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে মার্কিন বাহিনীর এ বোমা হামলা চলায়।
লোহিত সাগরের মধ্য দিয়ে যাতায়াতকারী ইসরাইল-সংযুক্ত জাহাজের ওপর আবারো আক্রমণ শুরু করার হুমকি দেয়ার পর, ১৬ মার্চ ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র বড় আকারের সামরিক আক্রমণ শুরু করে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন।
ইয়েমেনের বেশিভাগ অংশ নিয়ন্ত্রণকারী হাউছিরা ২০২৩ সালের নভেম্বর থেকে দেশটির উপকূলে জাহাজে ১০০টিরও বেশি আক্রমণ চালিয়েছে। তারা বলেছে, তারা গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে।
জানুয়ারিতে ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর হাউছিরা আক্রমণ স্থগিত করেছিল।