বৃহত্তর চট্টগ্রামের ২০ সরকারি কলেজ পেলেন নতুন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্রলার কন্ঠ।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ২০টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদে বদলিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তারা সবাই অধ্যাপক সমমর্যাদার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ–সচিব মো. মাহবুব আলম এসব প্রজ্ঞাপনে সই করেন।

এদিন দেশের ১৩৫টি সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া অধ্যক্ষদের তাদের বর্তমান কর্মস্থল থেকে আগামী ১৭ এপ্রিলের মধ্যে অবমুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা অবমুক্ত না হলে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে জানানো হয়।

২০ নতুন অধ্যক্ষ হলেন : চট্টগ্রামের চুনতি মহিলা (ডিগ্রি) কলেজে আবদুল্লাহ আল মামুন, রাউজান কলেজে জাভেদ মোস্তফা এবং আলাওল ডিগ্রি কলেজে মো. ফজলে এলাহি অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। কঙবাজারে চকরিয়া ডিগ্রি কলেজে নাসির উদ্দীন আহমদ, টেকনাফ ডিগ্রি কলেজে মো. গিয়াস উদ্দিন, রামু ডিগ্রি কলেজে মোহাম্মদ হাছানুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজে মোহাম্মদ ওসমান গণি, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজে মো. ইয়াকুব ভূঁইয়া ও কুতুবদিয়া কলেজে অরুন বিকাশ বড়ুয়া অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। বান্দরবান জেলায় মাতামুহুরী কলেজে মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া, হাজি এম এ কালাম ডিগ্রি কলেজে মো. শহিদ উল্লা মজুমদার ও রুমা সাঙ্গু কলেজে মো. ছোলজার রহমান অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। খাগড়াছড়ি জেলায় দীঘিনালা ডিগ্রি কলেজে মোহাম্মদ নাসিমুল হক, পানছড়ি ডিগ্রি কলেজে মো. ইউসুফ, মহালছড়ি কলেজে মো. শামছুর রহমান ও মাটিরাঙা ডিগ্রি কলেজে মো. আমিরুল আনোয়ার চৌধুরী, মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজে মো. রাসেল মাহমুদ হাসান অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। রাঙামাটি জেলায় লংগদু মডেল ডিগ্রি কলেজে মো. বজলুল করিম, কাচালং ডিগ্রি কলেজে রিয়াজ আহমদ ও বাঙ্গালহালিয়া কলেজে মুহাম্মদ আইয়ূব নবী অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক