ছেলের কাচির আঘাতে বোয়ালখালীতে পিতার মৃত্যু

জসিম উদ্দিন রাজু।

বোয়ালখালীতে ছেলের কাঁচির আঘাতে চারদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা গেছেন। পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করেছে বলে জানা যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

মৃত আজিজুল হকের (৬৬) বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকায়। এ ঘটনায় পুলিশ তার ছেলে সাজ্জাদ হোসেন আসিফকে (২২) গ্রেফতার করেছে।

চট্রলার কন্ঠকে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, শুক্রবার (৪ এপ্রিল) নিজ বাড়িতে সাজ্জাদের কাঁচির আঘাতে গুরুতর আহত হন আজিজুল হক। এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে।

স্থানীয়রা বলেন, সাজ্জাদ কিছুটা মানসিক ভারসাম্যহীন। পরিবারের পক্ষ থেকে তাঁকে চিকিৎসা করানো হচ্ছিল। ঠিক কি কারণে বাবাকে আঘাত করেছে তা আমরা জানিনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক