সাবেক এমপি ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আদালত প্রতিবেদক।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞেসাবাদ করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলার নির্ধারিত তারিখ ছিল আজ (৮ এপ্রিল)। সেখানে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আসামি। তাকে একদিনের জন্য ইন্টারোগেশন (জিজ্ঞাসাবাদ) করতে সময় চাওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের দিন ধার্য করেছেন আদালত।

অন্যদিকে অসুস্থ উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী ফজলে করিমের জামিন আবেদন করেন। সেই জামিন আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এবিএম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নিরাপত্তার কারণে তাঁকে ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক