চট্টগ্রাম বন্দরে গভীর রাতে চুরি করতে গিয়ে চোর আটক।

মাসুম বিল্লাহ।

চট্টগ্রাম বন্দরে যন্ত্রাংশ চুরির অভিযোগে মো. হারুন নামে (৩৫) এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ৭ নম্বর শেড এলাকা থেকে তাকে আটক করেন বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মীরা।

চট্রলার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘গভীর রাতে বন্দরের ৭ নম্বর শেড থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগে মো. হারুন নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি করা যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক