রামুতে চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে নিহত

কক্সবাজারের রামুর কাউয়ারখোপে গরু চোরাচালান নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই চোরাকারবারি পক্ষের গোলাগুলিতে মো. নবী (৪৫) নামে একজন পাচারকারী নিহত হয়েছে।

গতকাল ঈদের দিন (৩১ মার্চ সোমবার) বিকাল আনুমানিক বিকালে সাড়ে ৫ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এই ঘটনা ঘটে।

অবৈধভাবে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা গরু টানাটানিকে (পাচার) কেন্দ্র করে সংঘর্ষে গোলাগুলিতে এই খুনের ঘটনা ঘটে।

নিহত মো. নবী পার্শ্ববর্তী পশ্চিম গুনিয়াকাটার এলাকার মৃত আলী আকবরের পুত্র। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী খুনের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঘটনাটি ঘটেছে গহীন এলাকায়। সন্ধ্যার দিকে পুলিশের একটি দলে ঘটনাস্থলে গেছে। তারা মরদেহ উদ্ধার করে মর্গে নেয়ার কাজ করছে। কারা এবং কিভাবে ঘটনাটি ঘটেছে তার প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। আরো অধিকতর তদন্ত চলছে, তা বিস্তারিত পরে জানানো হবে। একই সাথে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

তবে কয়েকটি সূত্র দাবি করেছে, গরু পাচারের হোতা সাইফুল ইসলাম সুজনের গরু টানাকে (পাচার) ভাগাভাগিকে কেন্দ্র করে পাচারকারীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তা গোলাগুলিতে রূপ নেয়। এসময় গুলিতে মোঃ নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এই গোলাগুলিতে মো. হাছন, মো. হাছন, সানী, হামিদসহ চিহ্নিত আরো কয়েকজন জড়িত ছিলো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক