নগরীতে গ্রেপ্তার আরো ৩৫ জন

চট্টগ্রাম নগরের নিরাপত্তা নিশ্চিত ও অস্থিতিশীলতা প্রতিরোধে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তাররা হলেন— মনির হোসেন (২৯), মো. শাহ আলম (৪৪), মো. সোহেল (২৭), মো. ফারজান হোসেন (৩৬), মাইনুদ্দিন (২৯), মো. গোলাম মোস্তফা (৫৫), মো. সোহাগ (৩৪), আব্দুল কাদের রুবেল (২৭), মো. ইলিয়াছ (৫০), মো. মিজান (৩৮), মো. বারেক (৩২), মাহিন (২৬), মো. ফরহাদ প্রকাশ আদর (২৫), মো. হাসিবুর রহমান জুয়েল (২৩), মো. হাসান প্রকাশ জীবন (২০), মো. জুয়েল (২৪)।

nagad
nagad

‘মো. মারুফ (১৯), মো. শাহরিয়ার (২০), মোকসেদুল করিম (২২), পরিতোষ নাথ (৩৮), ইমন হোসেন অভি (২২), মো. রিয়াদ (৩০), মো. ফয়সাল মিয়া (২২), দেলোয়ার হোসেন জাহিদ (১৬), মো. আখতারুজ্জামান (৪৯), মো. মহিউদ্দিন (৩৭), মো. নয়ন (২৫), মো. গোলাম রাসূল (৩১), মো. আব্দুর রহমান (৩০), মো. জাবেদ (২৪), মো. নয়ন (২২), মো. ওয়াশিম (৪৫), মুবিনা আক্তার (৩৬), ফরিদা বেগম (৪২) ও মো. বাদশাহ (২৮)।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী বিরোধী এবং পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক