২০ ঘন্টার ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন

রহিম উল্লাহ উপল।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার ক্যাম্প-৪ ডাব্লিউতে পুড়ে গেছে তিনটি অস্থায়ী ঘর। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এর আগের দিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টে ছয় শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়। এতে নিহত হয় শিশুসহ দুইজন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ক্যাম্প-৪ ডাব্লিউতে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

‘তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনটি অস্থায়ী ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে’— বলেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক