দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের এক প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আমজাদ হোসেন (২৪) নামে চট্টগ্রামের মিরসরাইয়ের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দেশটির ইমপ্লুজি এলাকার গভা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। আমজাদ ওই মার্কেটের শহীদুল ইসলামের দোকানে কর্মরত ছিলেন। 

নিহত আমজাদ মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার ব্যবসায়ী মো. রবিউল হোসেন ওরফে হোরা মিয়া সওদাগরের একমাত্র ছেলে।

জানা গেছে, দুই বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান আমজাদ। সেখানে একই এলাকার শহীদুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিছুদিন আগে শহীদ ছুটিতে দেশে আসেন। শনিবার রাতে দেশটির সন্ত্রাসীরা দোকানে তাকে একা পেয়ে গুলি করে হত্যা করে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী, ব্যবসায়ী মো. আবদুল হক জানান, শনিবার রাত দেড়টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানে আমজাদকে গুলি করা হলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় সন্ত্রাসীরা দোকান থেকে কোনো টাকা পয়সা নিয়ে যায়নি। ডাকাতির উদ্দেশ্যে নাকি শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বুঝা যাচ্ছে না।

তিনি জানান, আমজাদের মরদেহের ময়নাতদন্ত শেষে হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠাতে কয়েকদিন লাগবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক