ওয়াসিম জাফর।
পাথরঘাটা মেথরপট্টিতে আগুন, ছয় ঘর ছাই
চট্টগ্রাম নগরের লালদিঘী এলাকার রঙ্গন কনভেশম হলের পেছনে পাথরঘাটা মেথরপট্টিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নন্দরকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা আদালত ভবনের বিপরীতে আগুন লাগার খবর পাই। সেখানে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আমরা দুবার বাধার সম্মুখীন হয়েছি। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, ছয় ঘর ছাই
রাত ১০টায় সর্বশেষ খবরে জানা গেছে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। আগুনে ঘর ও দোকানের পাশাপাশি একটি দোকানের বেশ কিছু বাঁশ পুড়ে গেছে। এ কারণে আগুনের ধোঁয়া বেশি ছিল।’