চট্টগ্রামে এয়ার মোহাম্মদ নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) তাকে পতেঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিউদ্দিন সদরঘাট থানা নৌ-যান শ্রমিক লীগের সহ-সভাপতি।
জানা গেছে, এয়ার মোহাম্মদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা।
তিনি বলেন, ‘কোতোয়ালী থানার একটি মামলায় শ্রমিক লীগ মেতা এয়ার মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হবে।’
তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটি জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।