রহিমু উল্লাহ উপল।
কক্সবাজারের মহেশখালীতে ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিন (৪৫) নামে এক প্রতিবন্ধী নারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
নিহত ফরিদা মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকার ইউছুফের স্ত্রী।
হত্যার বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, নিহতেরমরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।