সদরঘাটে দুই যুবককে ধরে পেটালো স্থানীয় জনতা

ইমরান নাজির।

চুরির অভিযোগে চট্টগ্রাম নগরের সদরঘাটে গণপিটুনির শিকার হয়েছেন দুই যুবক। রবিবার (২৭ অক্টোবর) গভীর রাতে বাংলাবাজার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গণপিটুনির শিকার দুই যুবক হলেন, শরীফ (৩০) ও ইমরান (২২)।

পিটুনির বিষয় সম্পর্কে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমেদ বলেন, রাত সাড়ে ১০ টার দিকে মোবাইল ছিনতাই করার সময় তাদের গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের থেকে জানা যায় আহত দুই যুবক ছিনতাই চক্রের সাথে জড়িত ছিল।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, শনিবার (২৬ অক্টোবর) এই দুই যুবক রশিদ বিল্ডিং-এর সামনে থেকে একজনকে ছুরি মেরে ছিনতাই করে। পরে রবিবার স্থানীয় পেট্রল পাম্পের পিছনে স্থানীয়রা তাদের গণপিটুনি দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক