চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকার এক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বালুরমাঠ নামে ওই বস্তিতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে তিন ঘণ্টার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (পটিয়া) মো. আবদুল্লাহ বলেন, বিকেল সাড়ে ৫টায় নতুন ব্রিজ এলাকার আনোয়ারা কলোনীর পাশে বালুরমাঠ নামে একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে লামা বাজার, কর্ণফুলী, নন্দন কানান ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি।’