চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরু হল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

তিন মাস অচলাবস্থায় কাটিয়ে আজ সশরীরে ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হয়েছে। এর আগে প্রায় আট বছর পর গত ২৯ সেপ্টেম্বর থেকে আবাসিক হলগুলোতে বৈধভাবে আসন বরাদ্দের ব্যবস্থা করেছে চবি কর্তৃপক্ষ। এর পরই আসে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত।
গত ১ জুলাই থেকে চবির ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ওইদিন থেকেই পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষক ও কর্মকর্তারা। পরে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়।

সরকার পতনের পর গত ৭ আগস্ট এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এ সভায় ১৮ আগস্ট আবাসিক হল খোলা ও ১৯ আগস্ট ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়। তবে শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত স্থগিত করে কর্তৃপক্ষ। পরে দাবির মুখে উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের, উপ–উপাচার্য বেনু কুমার দে ও মো. সেকান্দর চৌধুরীসহ ১৪টি হলের প্রাধ্যক্ষ ও ছাত্রছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক দায়িত্ব ছাড়েন ।

পরে ১৮ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয় রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারকে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক