থানা থেকে পালানো যুবলীগ নেতা সাইফুল গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া সেই যুবলীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজি, মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, থানা থেকে পালিয়ে যাবার পর থেকে তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রাখছিল। থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী এলাকায় অভিযান পরিচালা করে ১৫ দিন পর তাতে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

সাইফুল কলাউজান ইউনিয়নের ৭ নম্বার ওয়ার্ড বলিপাড়া গ্রামের নজির আহদের ছেলে।

গত ৯ সেপ্টেম্বর স্থানীয়রা বাড়ি থেকে ধরে এনে থানায় পুলিশের হাতে তুলে দেয় যুবলীগ নেতা সাইফুল ইসলামকে। পরে থানা থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলামসহ ৪জনকে থানা প্রত্যাহার করে নেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক