ওয়াসিম জাফর।
প্রায় ৮ লাখ রিয়াল-দিরহামসহ দুবাইগামী যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ লাখ বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা। এসময় তাঁর কাছে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৪ হাজার আরব আমিরাতের দিরহাম পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিদেশি মুদ্রাসহ যাত্রীকে আটকের বিষয়টি জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল।
আটক ওই যাত্রীর নাম মোহাম্মদ জাকির হোসেন। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন। আতকৃতের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকায়। বর্তমান থাকেন পুরাতন ঢাকার বংশাল এলাকার টিকাটুলী।
চট্টগ্রামের কন্ঠকে গণসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট বিএস-৩৪৩ যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন মোহাম্মদ জাকির হোসেন। তার কাছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম পাওয়া যায়। যা বাংলাদেশি মূল্যে প্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তাকর্মীরা বিমানের ভেতর থেকে আটক করেছেন। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে।’