বন্যার কারণে চট্টগ্রাম থেকে সব রুটের ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম থেকে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়ে বিভিন্নস্থানে রেললাইন ডুবে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।

nagad
nagad

রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্যমতে, চট্টগ্রামের দোহাজারী, নাজিরহাট রুটের বিভিন্নস্থানে রেললাইন ডুবে গেছে। ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। সিলেটেও রেলসেতু ডুবে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বিভিন্নস্থান ডুবে যাওয়ার পাশাপাশি পাহাড় ধসে মাটি পড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ফোন আলাপে চট্টগ্রামের কন্ঠকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফলে চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটের পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গেলেও আবারও চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে আনা হচ্ছে।‌ টিকেটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক