মাঙ্কিপক্স আতঙ্কে চট্টগ্রাম বন্দরে সতর্কতা

মাঙ্কিপক্সের বিস্তার রোধে সতর্কতা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সমুদ্র বন্দরে আগত জাহাজ থেকে কোন নাবিক শহরে প্রবেশ করতে চাইলে তাকে বন্দরের এক নম্বর গেটস্থ স্বাস্থ্য বিভাগের কর্মীদের কাছে স্ক্যানিং করার পরই অনুমতি দেয়া হচ্ছে। কোন জাহাজে কারো শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ কিংবা জ্বর বা অন্য কোন উপসর্গ দেখা দিলে তা বন্দর কন্ট্রোল রুমকে জানাতে বলা হয়েছে।

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করা মাঙ্কিপক্স নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতকাল থেকে কাজ শুরু করেছে। বন্দর স্বাস্থ্য কর্মকর্তার (পিএইচও) পূর্বানুমতি ছাড়া কোন নাবিককে জাহাজ থেকে আসতে দেয়া হচ্ছে না। বন্দরের ইমিগ্রেশন গেট (গেট–০১) থেকে আউট পাস হওয়ার আগে ক্রুদের বন্দর স্বাস্থ্য কর্মকর্তার (পিএইচও) অধীনে স্বাস্থ্য পরীক্ষা করতে হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক