জনরোষে সাবেক এমপি এম.এ লতিফ।

নিজস্ব প্রতিবেদক।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে চলে যাওয়া চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের চারবারের সংসদ সদস্য এম এ লতিফ জনসমক্ষে এসেই জনরোষে পড়েছেন।

আজ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। পরে বের হলে স্থানীয় একদল জনতা তাকে দেখে হট্টগোল শুরু করে। তাৎক্ষণিকভাবে তিনি মসজিদের পাশের গলিতে তার বোনের বাসায় ঢুকে রক্ষা পেলেও বিক্ষুব্ধ জনতা চারদিকে ঘিরে রাখে। অনেকে বাসাটিতে ইটপাটকেলও ছুঁড়ে মারেন। সময় লতিফের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান তুলতে শোনা যায় এলাকাবাসীকে।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীনা জানান, শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমা এমপি লতিফ স্থানীয় নসু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমা আদায় শেষে তিনি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। পরে তার ভাগিনা আদনানুল ইসলাম চৌধুরীর ঘরে যাওয়ার পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ খবর পেয়ে তার ভাগিনার বাড়ি ঘিরে রাখে। পরে সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।এ সময় অনেকে লতিফকে নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগানও দেন।

জানা গেছে, এমএ লতিফকে আটকের সময় তার অনুসারী কিছু লোক ক্ষুব্ধ জনতার ওপর হামলার চেষ্টা করলেও পরে তারা পালিয়ে যায়। লতিফও ওই সময় উত্তেজিত জনতার মারধর থেকে রেহাই পাওয়ার জন্য একদফা পালানোর চেষ্টা করেন।

স্থানীয়রা জানায়, নগরের মাদারবাড়ি ৩০নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর বাড়িতে এমপি লতিফ তার ভাগিনা আদনানুল ইসলামের বাড়িতে এতদিন আত্মগোপনে ছিলেন।

সাবেক সংসদ সদস্য লতিফের বিরুদ্ধে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দমন-পীড়নে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষুব্ধ জনতার অধিকাংশ স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মী।

একপর্যায়ে বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে তাকে হেফাজতে নিয়ে একটি মাইক্রোবাস করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী একজন বলেন,আওয়ামী লীগের শাসনামলে বিরোধীদলীয় লোকদের বিশেষ করে বিএনপি জামাতের লোকদের মিথ্যা মামলায় রাজনৈতিকভাবে হয়রানি করিয়েছেন ও জেল খাটিয়েছেন লতিফ।

অন্য আরেকজন বলেন তার ভাগিনা আদনানুল ইসলাম এলাকার কিশোরগ্যাং লিডার। সংসদ সদস্য এম এ লতিফের প্রভাব খাটিয়ে আদনানুল ইসলাম এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল এমনকি মানুষের জায়গা জমিন দখল এর কন্টাক্ট নিত, বিনা কারণে এলাকার মানুষকে নির্যাতন করত এবং তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতো না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক