ইয়াসিন বায়েজিদ।
এক টেবিলে শীর্ষ নেতারা। সামনে সাংবাদিকদের ক্যামেরা বুম। এর আগে রেকর্ডিং ভিডিও কিংবা প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করলেও প্রায় ১৩ বছর পর কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে বসলো চট্টগ্রাম মহানগর জামায়াত।
গতকাল বুধবার (৭ আগস্ট) দুপুরে নগরের দেওয়ানবাজার দলের মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য ও নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূস, মো. মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘নগরের কোতোয়ালী থানায় সরকারি দলের নেতাকর্মীরা হামলা করেছে, সেটা থানার ওসি অবগত আছেন। আমাদের নেতাকর্মীরা কোতোয়ালী থানার অনেক পুলিশ সদস্যকে উদ্ধার করেছেন।’
চট্টগ্রামে এখনো পর্যন্ত কোনো সংখ্যালঘুর ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগরীতে মন্দির-গির্জাসহ সকল উপাসনালয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। আমাদের প্রতিটি থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার কাজ করার জন্য কমিটি করা হয়েছে।’
১৮ বছর পর প্রশাসনের সঙ্গে জামায়াতের বৈঠক হয়েছে জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, ‘সার্বিক নিরাপত্তা রক্ষায় আমরা আমাদের পক্ষ থেকে প্রতিটি থানায় ও ওয়ার্ডে কমিটি করে দিয়েছি ‘
জামায়াতে ইসলামী গণমানুষের দল জামায়াত-শিবিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার অধিকার রাখে না দাবি করে জামায়াতের এই নেতা বলেন, ‘জামায়াত ইসলামী নিষিদ্ধ করার তিন দিনের মাথায় দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে।