আবারো উৎপাদন শুরু কর্ণফুলী পেপার মিলে

অগ্নিকাণ্ডের পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের উৎপাদনে ফিরেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)। শনিবার বেলা ১টার দিকে পুনরায় কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

এর আগে শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি।

কেপিএম সূত্রে জানা গেছে, কেপিএমের কারখানার উৎপাদন মেশিন-২ এ আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়ে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।

কর্ণফুলী পেপার মিলে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
এ বিষয়ে কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক (উৎপাদন ও রক্ষণাবেক্ষণ) আবুল কাসেম বলেন, ‘শুক্রবার দিবাগত রাত একটার দিকে আগুনের সূত্রপাত হয়৷ পরে আমরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলি, কাপ্তাই ফায়ার সার্ভিসও আমাদের সহযোগিতা করেছে। কিছু কাগজ পুড়ে গেছে; তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার সকাল থেকেই উৎপাদন চলছে।’

কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে কেপিএমে পৌঁছাই। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক