রাঙ্গামাটি প্রতিনিধি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। তার এই আকাশচুম্বী জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পায়। তাই তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে হীন চক্রান্ত করছে বর্তমান অবৈধ সরকার। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দি করে রাখা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী।’
বুধবার (৩ জুলাই) দুপুরে রাঙামাটির কাঁঠালতলীতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, ‘সাবেক এই প্রধানমন্ত্রীকে অবজ্ঞা ও অবহেলায় তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিদেশে একটু উন্নত চিকিৎসার সুযোগও তাকে দেওয়া হয়নি। তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেত্রী। তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না, এটা অমানবিক। এটা মানবতাবিরোধী অপরাধ।’
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক মন্ত্রী মনিস্বপন দেওয়ান প্রমুখ। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর প্রমুখ।