পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহরীতে অস্বাভাবিক রকমের পানির বৃদ্ধি

কলিম উল্লাহ।

কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

গত শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত থেমে থেমে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় শিক্ষার্থী, কর্মজীবী পেশাজীবী মানুষকে কর্মস্থলের জন্য বের হয়ে ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, জেলার বেশ কয়েকটি জায়গায় ঘটেছে পাহাড়ধসের ঘটনাও। সোমবার সকালে বান্দরবান-রুমা সড়কের বেতছড়া পুলিশ ক্যাম্প সংলগ্ন খুমী পাড়া এলাকায় পাহাড় ধ্বসে বন্ধ হয়ে গেছে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা। তবে স্থানীয়রা নিজেদের উদ্যোগে মাটি সরিয়ে ফেলায় ছোট যান চলাচল করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক