সিরাপে নেশাদ্রব্য মিশিয়ে দুইজনের মৃত্যু

সিরাপে নেশাদ্রব্য মিশিয়ে সেবন, কিশোরসহ দুজনের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে কাশির সিরাপের সাথে নেশাদ্রব্য মিশিয়ে সেবনের পর দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) দিবাগত রাতে পৌরসভার পশ্চিমে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (কৃষি ফার্ম) উত্তরে কর্মচারীদের আবাসিক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে প্রথমে একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অন্যজনেরও মৃত্যু হয়।

নিহতরা হলেন, হাটহাজারী পৌর এলাকার ১নং ওয়ার্ড রঙ্গিপাড়া দেওয়ানগর এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের ছেলে শাকিল (১৪) ও একই এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের ছেলে রাসেল (১৮)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল পেশায় সবজি বিক্রেতা। আর মারা যাওয়া শাকিল তার দোকানের কর্মচারী। শনিবার ( ২২ জুন) রাতে দুজন স্থানীয় একটি ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে ঘটনাস্থলে যায়। কাশির সিরাপের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তারা সেবন করে। অতিরিক্ত সেবন করার কারণে তারা মুমূর্ষু হয়ে পড়ে। ভোরে পৌরসভার পশ্চিমে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (কৃষি ফার্ম) উত্তরে কর্মচারীদের আবাসিক সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রাত ২টা ২০ মিনিটের দিকে নেশাদ্রব্য সেবন করা দুজনকে হাটহাজারী থেকে মুমূর্ষু অবস্থায় মেডিকেলে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ১৪ নং ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক