আনোয়ারা চন্দনাইশের ওসি প্রত্যাহার।

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আনোয়ারা ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে ডিআইজি কার্যালয়ে সংযুক্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট শেষ না হওয়া পর্যন্ত এই দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত)’কে।

সোমবার (২৭ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

চন্দনাইশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ওবায়দুল ইসলাম এবং আনোয়ারা থানায় সোহেল আহমেদ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। দুজনের বিরুদ্ধেই ‘পক্ষপাততুষ্ট’ আচরণের অভিযোগ করেছেন কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক