নিজস্ব প্রতিবেদক।
ফটিকছড়িতে জয়ের মালা মুহুরীর গলায়, হাটহাজারীতে ইউনুস গণি
চট্টগ্রামের ফটিকছড়িতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন মুহুরী। একমাত্র প্রতিদ্বন্দ্বি উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরানকে হারিয়ে সবশেষ এস এম আবু তৈয়বের ছেড়ে যাওয়া চেয়ারে বসছেন তিনি।
নাজিম উদ্দিন মুহুরী পেয়েছেন ৫৯ হাজার ১৬৫ ভোট। আর বখতিয়ার সাঈদ ইমরান ৪১ হাজার ৭৬৭ ভোট।
এছাড়া হাটহাজারীতে বিজয়ী হয়েছেন ইউনুস গনি চৌধুরী। আনারস প্রতীকে আরো দুই প্রার্থীকে হারিয়ে তাঁর জয় হয়েছে। মোটরসাইকেল প্রতীকে তাঁর সঙ্গে লড়ছিলেন এসএম রাশেদুল আলম এবং ঘোড়া প্রতীকে মো. সোহরাব হোসেন চৌধুরী।
ইউনুস গণি চৌধুরীর প্রাপ্ত ভোট ৩৫ হাজার ৯৭৭ ভোট। ৩৩ হাজার ৮৫ ভোটে ইউনুস গণির নিকটবর্তী হলেন সোহরাব হোসেন চৌধুরী নোমান৷ এস এম রাশেদুল আলম পেয়েছেন ২৬ হাজার ৪৮৮ ভোট।