বাবার গাড়ির চাবি দিয়ে অন্যের গাড়ি চুরি

ইমরান নাজির

বাবার গাড়ির চাবি দিয়ে অন্যের গাড়ি চুরি
চট্টগ্রাম নগরের পাঁচলাইশের একটি বাসা থেকে চুরি যাওয়া গাড়িসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। যাকে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টার দিকে চান্দগাঁও থানা এলাকার আরেকটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ এলাকার মোহাম্মদপুর মোবারক আলী সওদাগর সড়কের জামান চৌধুরী টাওয়ারের পার্কিং থেকে গত ৪ মে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যকার কোন সময়ে গাড়িটি চুরি হয়। পরে গাড়ির মালিক মোহাম্মদ মাসুদ উদ্দীন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করলে নগর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।

এ ব্যাপারে জানতে চাইলে উপপুলিশ কমিশনার ডিবি (বন্দর ও পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন বলেন, পাঁচলাইশ এলাকার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ থেকে ওই কিশোরকে শনাক্ত করা হয়। তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবার গাড়ির চাবি দিয়ে চুরির করার বিষয়টি স্বীকার করেন। চুরির পর চান্দগাঁও এলাকায় চান্দগাঁওয়ে তার খালার বাসার পার্কিংয়ে লুকিয়ে রাখা হয়েছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক