আলুর দাম বাড়াল পরিবহন শ্রমিকরা

 

খুচরা বাজারে ঈদের আগের কেজিপ্রতি ৪০-৪৫ টাকার আলু এখন একলাফে ঠেকেছে ৫০ থেকে ৫৫ টাকায়। বরাবরের মতো ব্যবসায়ীদের অজুহাত সরবরাহ সংকট। তবে এবার আলুর মোকাম কিংবা চাষীদের নয়, ঢাল বানানো হয়েছে পরিবহন শ্রমিকদের। পরিবহন শ্রমিকদের ঈদের ছুটির কারণে নাকি দাম বেড়ে গেছে; এমনটা দাবি বিক্রেতাদের।

চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটির পর (মঙ্গলবার) থেকে আলুর দাম উঠতির দিকে। ওদিনই আলুর দাম বেড়ে গেছে। মঙ্গলবার ও বুধবার পাইকারিতে প্রতিকেজি আলু বিক্রি হয়েছে ৪৩ টাকায়। বৃহস্পতিবার প্রতিকেজি আলুর দাম ১ টাকা বেড়ে ৪৪ টাকায় দাঁড়ায়। অথচ ঈদের আগে একই আলু প্রতিকেজি বিক্রি হয়েছিল ৩২ টাকায়। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি আলুর দাম বেড়েছে ১২ টাকা। যা খুচরায় গিয়ে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়।

nagad

রকিবুল ইসলাম নামে এক পাইকারি ব্যবসায়ী বলেন, ‘আমার কাছে যা আছে তা জয়পুরহাটের আলু। পাইকারি বর্তমানে ৪৪ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে ঈদের আগে একই আলু ৩২ টাকা কেজিদরে বিক্রি করেছিলাম।’

মাত্র ১ সপ্তাহের ব্যবধানে একই আলুর দাম কেজিপ্রতি ১২ টাকা বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি।

  1. নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, ‘ঈদের সময় টানা ছুটি ছিল। এসময় একটু সরবরাহ ঘাটতি থাকায় আলুর দাম বেড়েছে।’

প্রভাব পড়েছে খুচরায়

ঈদের আগে খুচরায় প্রতিকেজি আলু বিক্রি হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা দরে। সেই আলু এখন ৫৫ থেকে ৬০ টাকা বিক্রি করা হচ্ছে। তবে ভ্যানে  পাওয়া যাচ্ছে ৫০ টাকা দরে। এদিকে, আলুর দাম বাড়তির দিকে হওয়ায় নগরের অনেক অলিগলি দোকান ও গ্রামগঞ্জে আলুর সংকট দেখা দিয়েছে।

খুচরা বিক্রেতারা বলছেন, ঈদের পর আলু আনতে গিয়ে বাড়তি দামে কিনতে হয়েছে। কোনো পণ্যের দাম যখন বেড়ে যায় তখন খুচরাতেও বাড়তি দামে বিক্রি করতে হয়। দাম নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব নয়।

শরাফত হোসেন নামে এক খুচরা ব্যবসায়ী বলেন, ‘ঈদের আগেই যে আলু ৪৫ টাকায় বিক্রি করেছি। তা কম দামে কিনেছিলাম। গত মঙ্গলবার পাইকারিতে আলুর দাম পড়েছে ৪৩ টাকা কেজি দরে। তাই এখন খুচরায় ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শুনছি আজ (বৃহস্পতিবার) আলুর দাম কেজিপ্রতি আরও এক টাকা বাড়ছে। হয়তো আলুর দাম আবারও ঊর্ধ্বমুখী হবে।’

পরিবহন শ্রমিকরা ছুটি শেষে ফিরলে দাম স্বাভাবিক হবে

পণ্য পরিবহনের শ্রমিকরা ঈদের ছুটিতে থাকায় সরবরাহতে সমস্যা হচ্ছে। তাই সরবরাহ সংকটে আলুর দাম বেড়েছে বলে জানিয়েছেন চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। তিনি সিভয়েস২৪-কে বলেন, ‘পরিবহন শ্রমিকদের মধ্যে অনেকেই ছুটিতে রয়েছে। তারা ছুটিতে থাকায় বাজারে সরবরাহ কম ছিল। আর কৃষকের আলু কৃষকের কাছে রয়ে গেছে। তাই বাজারে আলুর সংকট দিয়েছে। আর সেই হিসেবে আলুর দাম একটু বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘পণ্য পরিবহন শ্রমিকরা ছুটি থেকে ফিরলে আগের মতো আবারো সরবরাহ হবে। আর আলুর দামও কমে যাবে।’

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক