ওয়াসিম জাফর।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার আউটার রিং রোড এলাকায় পাজেরো গাড়ির ধাক্কায় বিদেশি এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে চরপাড়া পয়েন্টের সড়ক বিভাজনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

nagad
নিহত ওই শিক্ষার্থীর নাম ফুটফাফোন জেইডালা (Phutphaphone xaydala)। তিনি লাউসের নাগরিক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সিভয়েস২৪-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মধ্যরাতে সড়ক বিভাজকের সঙ্গে একটি পাজেরো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই বিদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়। এতে আরও দুই বাংলাদেশী আহত হন। তারা সম্পর্কে ভাই-বোন। দুইজনই নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি কবিরুল ইসলাম।