লোহাগাড়ার চুনতিতে ঈদ জামায়েতের সময় নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে ৯ জনকে এজাহারনামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা রুজু করা হয়।
মামলার বাদী উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় মেম্বার পাড়ার মৃত হাকিম আলীর পুত্র নুরুল ইসলাম বদু (৫৫)।
ঘটনার পর মামলার এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় মৌলভী পাড়ার মৃত ছানা উল্লাহর পুত্র শহিদুল হক (৪৫), হাবিব উল্লাহর পুত্র আব্দুল ওয়াহেদ (৪০), আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুখছড়ি আশরফ মুন্সির বাড়ির খায়ের আহমদের পুত্র আব্দুল আল মামুন প্রকাশ জিহান (২৪) ও আব্দুল মোমেন (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতগড় শাহ আতাউল্লাহ হোছাইনী (রাহ.) কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গত বুধবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ঈদের জামায়াতের সময় নির্ধারণকে কেন্দ্র করে আসামিরা পূর্ব পরিকল্পিকতভাবে প্রতিপক্ষের উপর হামলা করে।
এতে প্রতিপক্ষের ৪ জন গুরতর আহত হন। আহতদের মধ্যে আবুল বশর আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম জানান, একইদিন সকালে গ্রেপ্তার ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।