ফারুকুল ইসলাম খান।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে সরকারি জমির মাটি কাটার অপরাধে ১টি এক্সক্যাভেটর ও ২টি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
৮ এপ্রিল (মঙ্গলবার) দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর রাঙ্গামাটিয়া রাবার বাগান এলাকার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন ভূইয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় – অভিযান চলাকালীন এ সময় সরকারি ইজারাকৃত রাবার বাগান হতে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ প্রমাণ পাওয়া যায়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত সকলেই পালিয়ে যায়। পরবর্তীতে মাটি কাটার কাজে সংশ্লিষ্ট ১টি এক্সক্যাভেটর ও ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
এসিল্যান্ড মেজবাহ উদ্দিন বলেন- জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।