ছোটভাইকে বাঁচাতে গিয়ে ডুবল বোনও

বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী চরপাড়া এলাকায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন (৭) ও ইব্রাহিম (৪) চরপাড়া এলাকার গোলাম মোস্তফা ও জন্নাত বেগম দম্পতির সন্তান। ছনুয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. আনসার উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে খেলার ছলে পুকুরে পড়ে যায় ইব্রাহিম (৪)। তাকে বাঁচাতে বোন ইয়াসমিন (৭) পানিতে নামলে সেও আর উঠতে পারেনি। পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে দুজনকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক