রাঙ্গামাটির ব্যাংকগুলোতে বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলা বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় রাঙামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে জেলার ১০ উপজেলার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

রাঙামাটির বান্দরবানের সাথে লাগোয়া উপজেলাগুলোতে বিশেষ করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। রাঙামাটির জুরাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, বরকল, বাঘাইছড়ি উপজেলাগুলোর ব্যাংকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা। এসব উপজেলাগুলোতে প্রধানত সোনালী, কৃষি ও পল্লীসঞ্চয় ব্যাংক রয়েছে। এছাড়াও জেলার অন্যান্য উপজেলার ব্যাংকগুলোতেও নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সংশ্লিষ্টরা।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বান্দরবানের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে রাঙামাটির ব্যাংকসহ যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি। যেসকল প্রতিষ্টানে পুলিশ নিয়োজিত আছে সেগুলোতে সংখ্যা বাড়ানো হয়েছে পাশাপাশি পেট্রোল, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অন্যান্য যেসকল সংস্থা এখানে নিরাপত্তায় কাজ করছে তাদের সাথে সমন্বয় করা হচ্ছে ও ব্যাংকগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। রাঙামাটিতে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা নিয়েছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক