সমিতির লটারী নিয়ে সংঘর্ষে মহেশখালীতে যুবক নিহত

মোঃ আবু তৈয়ব।

কক্সবাজারের মহেশখালীতে সমিতির লটারি নিয়ে সংঘর্ষে মো. ওয়াহিদ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি হোয়ানক ইউনিয়নের বালুঝিরি এলাকার বশির আহমদ ছেলে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হোয়নক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ হোয়নক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালুঝিরি এলাকায় সমিতির লটারি নিয়ে স্থানীয় জাফার আলম গংয়ের সঙ্গে নিহত ওয়াহিদ গ্রুপের কথাকাটাকাটি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মুহূর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের কক্সবাজার মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আহত মো. ওয়াহিদ ভোরে মারা যান।

nagad

মহেশখালীর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, স্থানীয় হোয়ানকে এলাকায় সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক