সিডিএর নতুন চেয়ারম্যান নিয়ে গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের মেয়াদ ফুরোচ্ছে ঈদের পরপরই। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে। এর মধ্যেই শোনা যাচ্ছে নতুন চেয়ারম্যান হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে সুজনের উদ্দেশ্যে অনেকের অভিনন্দন বার্তা ভেসে বেড়ালেও বিষয়টি গুঞ্জন নাকি সত্যি নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে জহিরুল দোভাষের মেয়াদ আর বাড়ছে না-এমনটা নিশ্চিত করেছে নির্ভরযোগ্য একটি সূত্র।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ এই নেতা সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর খাস মানুষ হিসেবে পরিচিত।

খোরশেদ আলম সুজন বর্তমানে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব অবস্থান করছেন বলে জানা গেছে। তাই মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হোয়াটসঅ্যাপে ভয়েস ম্যাসেজ পাঠানো হলেও তিনি সাড়া দেননি এখনো।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ এপ্রিল প্রথম দফায় দুই বছরের জন্য সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন নগর আওয়ামী লীগের আরেক সহসভাপতি জহিরুল আলম দোভাষ। পরে ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে আবারও পরবর্তী তিন বছরের জন্য তাকে একই পদে নিয়োগ দেয় সরকার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক