সাড়ে তিন ঘন্টা পর নিভল বায়েজিদের কারখানার আগুন

ইমরান নাজির।

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিভেছে বায়েজিদের জুতার কারখানার আগুন।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন পুরাপুরি নির্বাপণে সক্ষম হয় বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদসহ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট। শুক্রবার বিকেল ৪টার দিকে  চায়না কোম্পানির মালিকানাধীন রংদা ইন্টারন্যাশনাল নামে ওই জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার  মো. কামরুজ্জামান সিভয়েস২৪-কে বলেন, ‘কারখানায় চামড়া ও রাবার জাতীয় জিনিস থাকায় আগুন নির্বাপণে সময় লেগেছে। শুরুতে ৫টি ইউনিট কাজ শুরু করলেও পরে চন্দনপুরা থেকে দুটি ও আগ্রাবাদ থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।’

তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সাথে সাথে কারখানায় থাকা মানুষ নিচে নেমে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক