বাণিজ্য মেলার সামনে থেকে ৬ জন ডাকাত গ্রেফতার

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলার পাশ থেকে চারটি টিপছোরাসহ ৬ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা ডাকাতি করতে জড়ো হয়েছিলো।  

সোমবার (২৫ মার্চ) তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. ওবায়দুল হাসান (৩৫), মো. হেলাল (৪৯), লেদু প্রকাশ আলা উদ্দিন প্রকাশ হাসান (৩৫), মো. সুজন (৩৩), মো. সোহেল প্রকাশ কাউছার (২৪) ও মো. হাসান তারেক (২৪)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক জানান, আটককৃতরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক