কর্ণফুলিতে ডুবে যাওয়া ক্রেন উদ্ধারে অভিযান শুরু

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলীর চন্দ্রঘোনা অংশে ড্রেজিংয়ের জন্য আনা ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদীপথে আনা হয়েছে একটি বাজক্রেন। চলছে উদ্ধার অভিযান। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪টায় বাজক্রেনটি কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা ফেরিঘাট অংশে এসে পৌঁছায়।

এ প্রসঙ্গে সড়ক ও জনপথ রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘শনিবার রাতে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদীপথে একটি বাজ ক্রেন নিয়ে আসা হয়েছে। এটি দিয়ে ক্রেন উদ্ধারের পর ফেরি চলাচল সচল করা হবে। আমরা আশাকরি, বুধবারের মধ্যেই ক্রেনটি নদী থেকে উদ্ধার করা যাবে। তবে এই ধাপে নদীতে ড্রেজিংয়ের আর সুযোগ নেই।’

সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০-১৪ মার্চ ভোর পর্যন্ত কর্ণফুলী নদীতে চন্দ্রঘোনা ফেরি চলাচলের অংশে ড্রেজিংয়ের উদ্যোগ নেয় সওজ। সেজন্য ১০-১৩ মার্চ তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকার ঘোষণা দেয় সওজ। নদীতে ড্রেজিংয়ের লক্ষে ৯ মার্চ (শনিবার) রাতে একটি ক্রেন আনে সওজ। ওই দিনগত রাত তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ক্রেনটি। এরপর বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক