পাভেল রহমান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান (এসএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে অনুপস্থিত ছিল ১ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী।
চট্টলার কন্ঠকে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ১ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ২১৯টি কেন্দ্রে ১ লাখ ৩২ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩১ হাজার ৫০৭ জন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় রোধে শিক্ষাবোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা রয়েছে।