চট্টগ্রামের পটিয়ায় দোহা ফুড প্রোডাক্টস লিমিটেডের ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। খাদ্য পণ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠানে গিয়ে মিলেছে বিষাক্ত হাইড্রোজ, লেবেল ছাড়া খাদ্য পণ্য। প্রমাণ মিলেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিরও।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করে রাসায়নিক মিশ্রিত ৩৮০ কেজি মিষ্টি ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে চলা এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম।