সাজ্জাদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি।
আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘প্রিয় রায়পুর’
আনোয়ারা উপজেলাধীন ৩ নং রায়পুর ইউনিয়নের উত্তর পড়ুয়া পাড়া বড় হুজুরের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় রায়পুর’। ক্ষতিগ্রস্ত এলাকা ও আহতদের সরেজমিনে পরিদর্শন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চিকিৎসাধীন রোগীদের দেখতে যান টিম প্রিয় রায়পুর। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রথম দফা নগদ আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি।
সংগঠনের সদস্যগণ বলেন, “আগুনে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য সহায়তা নিয়ে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।”
এলাকার বিত্তবানসহ সব স্তরের মানুষকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনটির সদস্যরা।
এ সময় প্রিয় রায়পুর এর প্রধান উপদেষ্টা মাওলানা এনামুল হক এনাম, মোশাররফ আলী, শাহেদুল ইসলাম, শাহাদাত হোসেন, মিনহাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।