চট্টগ্রামে এসএসসি পরীক্ষা দিলনা ৮০৯ শিক্ষার্থী

গতকাল বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা ২০২৪ শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনের বাংলা পরীক্ষা দিল না চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচ জেলার ৮০৯ শিক্ষার্থী।

এর মধ্যে চট্টগ্রামে অনুপস্থিত ৫১৯ জন, কক্সবাজারে ১৪৬, রাঙামাটিতে ১৫৬, খাগড়াছড়িতে ৬৮ ও বান্দরবানে ৩৬ জন অনুপস্থিত ছিল।

পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ১ লাখ ২৫ হাজার ১৪৭ জন পরীক্ষার্থীর। তবে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১ লাখ ২৪ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী।

চট্টগ্রামে ৮৮ হাজার ৪৩ জন। অনুপস্থিত ছিল ৫১৯, কক্সবাজারে ১৮ হাজার ৮০২, রাঙামাটি জেলায় ৬ হাজার ১৯৬, খাগড়াছড়িতে ৭ হাজার ২৪৩ এবং বান্দরবান জেলায় ৪ হাজার ৯৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

চট্রলার কণ্ঠকে এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ জানান, প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এদিন বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮০৯ জন পরীক্ষার্থী। তাছাড়া অন্য সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক