এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালত প্রতিবেদক।

হাজির না হওয়ায় এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি অনুদানের চেক বিতরণের অভিযোগে মামলাটি দায়ের করেছিল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে আদালতে হাজিরের জন্য সমন জারি করা হয়েছিল। আজ (বৃহস্পতিবার) হাজিরের সময় নির্ধারিত ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ১২ মে এ মামলার পরবর্তী কার্যক্রমের সময় নির্ধারণ করেছেন আদালত।’

নির্বাচনের নয় দিন পর গত ১৬ জানুয়ারি ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে আদালতে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আদালত মামলা গ্রহণ করে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক