ডাক্তার সেজে আইসিইউতে ল্যাব টেকনিশিয়ান

ইমরান নাজির।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের এক ল্যাব টেকনিশিয়ান আটক হয়েছেন। ডাক্তার সেজে সেখানে প্রবেশ করেছিলেন তিনি। তবে আইসিইউতে প্রবেশের কোন কারণ জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডের আইসিইউ থেকে তৈয়ব আলী পাটোয়ারী (৫২) নামে ওই টেকনিশিয়ানকে আটক করা হয়। তিনি চমেক হাসপাতালের সামনে চিটাগং ল্যাব লিমিটেড নামে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ।

জানতে চাইলে এ বিষয়ে চট্টলার কণ্ঠকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান বলেন, আইসিইউতে ওই ব্যক্তি ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগীদের সঙ্গে কথা বলছিল। আমিও তখন সেখানে ছিলাম। পরিচয় জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিতে পারেনি। সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেই। পরে জানা যায় ওই ব্যক্তি একটি ল্যাবের কর্মকর্তা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক