বৈবাহিক ধর্ষণ নিয়ে জয়ার সিনেমা মুক্তি পাচ্ছে

বিয়ের পর ‘বৈবাহিক ধর্ষণ’ বিষয়টি নিয়ে নির্মিত সিনেমা ‘পেয়ারার সুবাস’প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সবকিছু ঠিক থাকলে প্রেক্ষাগৃহে আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। পরিচালক নুরুল আলম আতিকের পরিচালনায় নতুন এ সিনেমাটিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গত ২৩ নভেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়। এরপরই প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুতি নিতে শুরু করে সিনেমা সংশ্লিষ্টরা।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে চলতি বছরের শুরুতে। ভালোবাসা দিবসের আগেই প্রেক্ষাগৃহে পৌঁছবে দর্শকদের কাঙ্ক্ষিত এ সিনেমাটি।

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘আমি এতটুকু বলতে পারি, অসাধারণ গল্পের সিনেমা এটি। আতিক যে বিষয়টি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ এমন গল্পের সিনেমা নির্মাণে সাহসও দেখায় না। আশা করছি, দর্শক ভিন্ন এ সিনেমা দেখে মুগ্ধ হবেন।

nagad
nagad

নির্মাতা আতিক জানান, দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান করতেই এমন ঘোষণা। সবকিছু ঠিক থাকলে প্রেক্ষাগৃহে আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি।

জানা গেছে, বুধবার (৩১ জানুয়ারি) সিনেমাটির ফরটেস্ট মুক্তি দেয়া হয়েছে। রহস্যময় ফরটেস্টটি দেখার পর দর্শকদের সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বেড়ে গেছে।

আলফা আই ও চরকির সম্মিলিত প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

প্রসঙ্গত, গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’। এ প্রতিযোগিতায় গোটা বিশ্ব থেকে মাত্র ১২টি ছবি স্থান পেয়েছিল। পুরস্কার না পেলেও জয়া অভিনীত সিনেমাটি ইতিবাচক সাড়া পেয়েছিল দর্শকদের, প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদেরও।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক