চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার

মোঃ আওলাদ হোসেন, চকরিয়া প্রতিনিধি।

উদ্ধার করা ইয়াবাগুলো এসেছিল টেকনাফ থেকে। এরপর নিজের ঘরে বিক্রির জন্য মজুদ করে রেখেছিলেন নারী। কিন্তু শেষ রক্ষা হল না তার। ২০ হাজার ইয়াবাসহ তসলিমা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ২০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ঘটনা কক্সবাজারের চকরিয়ার।

তসলিমা উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর লোটনী গ্রামের মো. জাহেদ হোসেনের স্ত্রী।

nagad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে বিক্রির জন্য মজুদ রাখা ২০ হাজার পিস ইয়াবাসহ  তসলিমা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। টেকনাফ থেকে আনা এসব ইয়াবা স্থানীয়ভাবে আশেপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুদ রাখা হয়। ইয়াবাগুলো মোটরসাইকেলের সিট ও খাটের নিচে  লুকিয়ে রাখা ছিল।

চকরিয়া-পেকুয়া সার্কেলের এএসপি এসএম রাকিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি চট্টলার কণ্ঠকে  বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক