কাফনের কাপড় পরে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ, মূল গেটে তালা

একাডেমিক জট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা দিয়ে আন্দোলন করেছে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেন তারা।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেরাব হোসেন বলেন, ‘আমাদের বিভাগের যাত্রা শুরু হয়েছে আজ থেকে ৮ বছর আগে। কিন্তু এখন পর্যন্ত বিভাগ থেকে একটা ব্যাচও বের হতে পারেনি। এছাড়া আমাদের কোনো স্থায়ী ভবন নেই, শিক্ষক নিয়োগ নেই। আমাদের বর্তমানে ভাসমান ভাবে ক্লাস ও পরীক্ষা দিতে হয়। আমরা অনতিবিলম্বে এগুলোর অবসান চাই।’

nagad

nagad

১৯-২০ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান নাঈম এ সম্পর্কে বলেন, ‘আমাদের একটা ভবিষ্যৎ আছে। অথচ এখন পর্যন্ত আমরা বিভাগের জট নিয়ে পড়ে আছি। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা এখানেই জীবনটা কাটিয়ে দিচ্ছি। তারা কি আমাদের চাকরির বয়স বাড়িয়ে দিবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ‘এটি একাডেমিক বিষয়। আমরা শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করছি হচ্ছে। তবে তালা দেওয়াটা সমীচীন হয়নি।’

বিভাগটির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর বলেন, ‘নীতিমালার জটিলতার কারণে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এ কারণে সঠিক সময়ে পরীক্ষা ও ক্লাস নেওয়ার সম্ভব হয়নি। এর ফলে জট দেখা দিয়েছে। আমরা এ সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক