মীরসরাইয়ে দিলীপ বড়ুয়া মনোনয়নপত্র প্রত্যাহার করলেন

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

রোববার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিলীপ কুমারের পক্ষে তার প্রতিনিধি মনোনয়ন প্রত্যাহার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাম্যবাদী দলের মীরসরাই উপজেলার যুগ্ম আহ্বায়ক রনজিত বড়ুয়া।

মনোনয়ন বিষয়ে জানতে চাইলে দিলীপ বড়ুয়া বলেন, আমি জোট থেকে মীরসরাই আসনে মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন না পেয়ে নৌকার পক্ষে প্রত্যাহার করেছি। আমার প্রতিনিধি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। দু-একদিনের মধ্যে এলাকায় আসবো এবং নৌকার পক্ষে ভোট চাইবো।’

এ বিষয়ে বক্তব্য জানতে মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন। তবে কেউ করেছেন কি না এখনো আমাদের জানানো হয়নি। বিকেলে জানতে পারবো কতজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক